মানিকগঞ্জে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ অবনতি ও প্লাবিত হচ্ছে প্রায় সকল উপজেলা





আব্দুর রাজ্জাক হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি 
যমুনা নদীর পানি বেড়ে যাওয়া মানিকগঞ্জের হরিরামপুরে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ অবনতি ও প্লাবিত হয়েছে। হরিরামপুর সকল ইউনিয়নের অধিকাংশ বাড়িতে এখন হাটু পানি।প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন কিছু এলাকা। 
এতে উপজেলার বন্যার কবলিত ও নদী ভাঙ্গন এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিয়ে জীবন যাপন করেছে।দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 

সরেজমিনে গিয়ে দেখাগেছ,হরিরামপুর উপজেলা চালা ইউনিয়নের দিয়াবাড়ী আশ্রয়ন প্রকল্প ও লাউতা, লেছড়াগঞ্জ,আন্ধারমানিক বাজার, সহ প্লাবিত হয়ে অধিকাংশ ঘর বাড়িতে পানি উঠায় গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়েছেন, এসব অঞ্চলের দিশাহারা মানুষ অনেক কষ্টে জীবন বাঁচাতে হচ্ছে গৃহপালিত পশু ও পরিবার নিয়ে ঠাই নিয়েছেন বিভিন্ন আশ্রায় কেন্দ্র গুলোতে ও রাস্তা ঘাটে। 

এসব এলাকার রাস্তা ঘাট তলিয়ে যাচ্ছে, পানি বন্দি হয়েছে। বিপাকে পড়েছে প্রায় ১২-১৩ হাজার মানুষ খাদ্য সহ বিভিন্ন ত্রাণ সহায়তা দাবি জানিছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ