হাসান সাদী,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, গাছের চারা বিতরণসহ নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ সোমবার,২৭ জুলাই ২০২০ খ্রি. সকাল-১০.০০ টায় নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।তারপর টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য জ্বনাব মো.আহসানুল ইসলাম টিটু নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়াতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন এর পরিচালনায় ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন সাগরসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।
