এইচ এম জহিরুল ইসলাম মারুফ,ঝালকাঠি জেলা প্রতিনিধি।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম আজ ২৭ জুলাই সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝালকাঠি-১আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব বজলুল হক হারুন।
এক শোকবার্তায় এমপি বিএইচ হারুন বলেন,মহান জাতীয় সংসদের তিন বারের এই সাংসদ মৃত্যু পর্যন্ত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তৃণমূল থেকে উঠে আসা ইসরাফিল আলম ছিলেন শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর। সর্বত্রই তার মত এমন দরদী মানুষের আজ খুবই অভাব।
তার মৃত্যুতে আমি কেবল প্রিয় একজন সহকর্মীকেই হারাইনি, দেশ হারালো একজন প্রতিশ্রুতিশীল ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে।
আওয়ামী লীগ নেতা ইসরাফিল আলম নিজের কর্মগুনেই বেঁচে থাকবেন গণমানুষের হৃদয়ে।
এমপি বিএইচ হারুন আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ঝালকাঠি -১ আসনের এমপি মহোদয়ের অ্যাম্বাসেডর ও রাজাপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃমাহমুদুল হাসান মাহমুদ প্রেরিত শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
