ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন বদরুজ্জমান বাদল (মাস্টার)





আশিকুজ্জামান মিজান ময়মনসিংহ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ময়মনসিংহ নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়ন এর  দলের সর্বস্তরের নেতাকর্মী সহ সারা দেশ বাসীকে ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন  উপজেলা নান্দাইল ১১নং খারুয়া ইউনিয়ন এর চেয়ারম্যান পদে প্রার্থী । বদরুজ্জামান (বাদল মাস্টার )বি. এ .বি. পি .এড তিনি বলেন, এই উৎসবে আমি মহান আল্লাহর কাছে বাংলাদেশ সহ সমগ্র মুসলিম সমৃদ্ধির  শান্তি কামনা করছি । পবিত্র ঈদুল আযাহা ধনী গরীব নির্বিশেষে সকলের জীবনে বয়ে আনুক আনন্দ ও অনাবিল সুখ শান্তি  । এক প্রসঙ্গে তিনি আরো বলেন, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ঈদের আনন্দ হোক মধুময়, একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলেন  । ঈদ সবার জীবনে নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা সবাই কে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা  জানাই ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ