দুইটি কোরবানির গরু বিক্রি করা হবে দিয়াবাড়ী আশ্রয়নে




আব্দুর রাজ্জাক হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি হরিরামপুর উপজেলা দিয়াবাড়ী আশ্রয়নে দুইটি কোরবানির গরু বিক্রি করা হবে। দুইটি গরুর দাম হয়েছে ১লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু বিক্রি করেনি।গরুর মালিক কবির হোসেন বলেছেন ১ লক্ষ ৫০ হাজার হলে তিনি বিক্রি করবেন বলে যান। কেউ যদি ক্রয় করতে চান তালে চলে আসুন দিয়াবাড়ী আশ্রয়নে অথবা যোগাযোগ করুন 01989277752 গরুটি অজনে ভালো দেখতেও অনেক সুন্দর ক্রয় করার মত। দুইটি গরু একটির দাম ৮০ হাজার টাকা আরেকটির দাম ৭০ হাজার টাকা । অজনে ভালো হবে দেখতেও সুন্দর। চলে আসুন লেছড়াগঞ্জ বাজার এর পাশে দিয়াবাড়ী আশ্রয়নে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ