কোটচাঁদপুরে কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করেন এমপি, শফিকুল আজম খাঁন চঞ্চল





 খোন্দকার আব্দুল্লাহ বাশার। 

খুলনা ব্যুরো প্রধান। 

 


ঝিনাইদহের কোটচাঁদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদে পোনা মাছ অবমুক্ত করা হয়।


৩১শে আগস্ট সকালে কোটচাঁদপুর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল ।


উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেচ্ছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা আঃলীগের সিনিয়র সহসভাপতি  নুরুল ইসলাম খাঁন বাবলু, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, পৌর ৪ নং ওয়ার্ড কমিশনার জাফর ইকবাল শান্তি, উপজেলা মৎস্যলীগের আহবায়ক খাইরুল ইসলাম সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, কপোতাক্ষ নদের  সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায়, উক্ত নদে ৫০০ কেজি বিভিন্ন জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ