ঝিকরগাছায় রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল




মোঃ ইকরামুল করিম সৈকত, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃসোমবার (৩১ আগস্ট) বিকা‌ল ৫ টায় ঝিকরগাছা উপ‌জেলার গদখালী  ইউনিয়নের স‌দিরালী রা‌সেল স্মৃ‌তি সংসদ  আ‌য়ো‌জিত জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জা‌তীয় শোক দিবস  উপল‌ক্ষে স‌দিরালী  সংগঠন চত্ব‌রে রা‌সেল স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি মেম্বর র‌ফিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে শোকসভা ও দোয়া মাহ‌ফিল  অনু‌ষ্ঠিত হয়।

  

 প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ ম‌নিরুল ইসলাম। 

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক শামীম রেজা , উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও ঝিকরগাছা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক ইমরান রশীদ।

আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা যুবলীগ জা‌ফিরুল হক, গদখালী  ইউনিয়ন  আওয়ামী লীগের সা‌বেক সভাপতি জ‌লিল সরদার,  আওয়ামীলীগ নেতা শ‌হিদুল ইসলাম খোকন, প্রভাষক আশরাফ উ‌দ্দিন,  নুরুল আ‌মিন দুদু, মু‌ক্তি‌যোদ্ধা আবু বক্কর সি‌দ্দিক, মেম্বর ও সা‌বেক ছাত্রলীগ নেতা তাজউ‌দ্দিন আহ‌মেদ, মেম্বর ম‌নিরুজ্জামান ম‌নির, উপ‌জেলা ছাত্রলীগ নেতা আ‌রিফ হো‌সেন, র‌নি আহ‌ম্মেদ,যুবলীগ নেতা ইব্রা‌হিম প্রমূখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ