ছুটিপুর বাজারে এনআরবি ব্যাংকের ৩০৬ তম এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটের শুভ উদ্বোধন


 



স্টাফ রিপোর্টরঃ ছুটিপুর বাজারে এনআরবি ব্যাংকের ৩০৬ তম এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটের  শুভ উদ্বোধন। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারের জাম তলার মোড়ে  আজ ( ৩১ শে জুলাই) সোমবার সকাল ১টার সময় এন আর বি ব্যাংকের ৩০৬ তম এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটের  শুভ উদ্বোধন হলো। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্টন রায়,  হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন, এন আর বি ব্যাংক। 

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন এন আর বি ব্যাংকের যশোর জেলা শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি আমিনুর রহমান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি গোলাম হোসেন, আ'মী নেতা আজগর আলী, জাকির হোসেন , সাবেক ছাত্র লীগ নেতা পিপলু, অত্র শাখার এজেন্ট অবাইদুর রহমান সহ গন্যমান ব্যক্তি বর্গ। 



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ