নোয়াখালীতে পুলিশের বয়ে পালাতে গিয়ে কিশোর গ্যাংগ যুবকের মৃত্যু, আহত-১,আটক -৪




নোয়াখালী প্রতিনিধি- মোঃরুবেল হোসাঈন শুভ।

নোয়াখালীর সদর উপজেলায় পুলিশের উপস্থিতিতে পালাতে গিয়ে রাজু নামে( ২০) এক যুবকের মৃত্যু হয়েছে। রাজু নোয়াখালী পৌরসভা ২নং ওর্য়াডের চন্দ্র পর এলাকার মোঃশরীফের ছেলে।গুরুতর  আহত হয়েছে একই এলাকার কিরণ মিয়ার ছেলে এনামুল হক বাবলু।তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। পুলিশ জানায় তারা দুজনেই একাধিক মামলার আসামি। তিনি আরও জানান গত কিছু দিন আগে মাইজদী শহরের পূর্বে চন্দপুর আহমেদ মন্ঞ্জিলের নিচ তলা থেকে কিশোর গ্যাংগের এক সদস্যের একটি মোটরসাইকেল চুরি হয়।মোটরসাইকেল চুরির অভিযোগে আতাউল নামক(৩১) এক যুবকে   অপহরন করে আহমদ মন্ঞ্জিলের চার তলায় নিজে বেধরক মারধর করে। খবর পেয়ে পরিবারের এক সদস্য ৯৯৯ নম্বরে ফোন করলে মাইজদী থানা থেকে পুলিশ এসে অভিযান চালায়।এতে পুলিশের বয়ে তারা খেয়ে পিছনের পাইপ দিয়ে নামতে গিয়ে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়,আহত হয়-১এবং আরো চার জনকে গ্রেফতার করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ