মনোহরগঞ্জ প্রবাসী ছেলের বিশাল অট্টালিকা গর্ভবতী মায়ের জায়গা হয়নি




মোঃ রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ-


মনোহরগঞ্জ উপজেলার ১১ নং বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামে ছেলের এই বিশাল অট্টালিকা ও রাজপ্রাসাদে ও জায়গা হয়নি প্রিয় জনম দুঃখি মা জননীর। যে, মা দীর্ঘ ১০ মাস ১০ দিন নিজের ছেলেকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছেন। যেই মা নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছেন।


আজ সেই মাকে রাতের আঁধারে নিজের গর্ভে ধারন করা মা কে বেদড়ক  মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে রাত ২ টায়  রাস্তায় বের করে দেয় ওনার ছেলে খোকা  ড্রাইভার, (প্রবাসী)



এ ঘটনা হয় মনোহরগঞ্জ উপজেলার ১১ নং বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের মৃত মোঃ শামসুল হক মেম্বার বাড়ী।পিতা আব্দুল কাদেরের ছেলে মোঃ খোকা  ড্রাইভার, (প্রবাসী)


মা জননী এই ভাবেই নিঃস্ব হয়ে পড়ে আছেন রাস্তার এক পাশে।

গ্রামবাশী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন-

এবং সেই সাথে এই ধরণের আচরনের জন্য ওই ছেলেকে ও ছেলের সাথে আর যারা জড়িত আছেন,তাদের সকলকেই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির আবেদন জানাচ্ছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ