পরীক্ষা নয় এই সময়ে,
করছি মোরা পণ।
আসুক যত ঝড়-তুফান,
করবো সবি দমন।
১৪ লক্ষ পরীক্ষার্থী,
একটা দুইটা নয়।
পরীক্ষা হলে জীবন যাবে,
সত্য কথা ভাই।
করোনা এলো সাজ সকালে,
হাজার রোগের ভীরে।
বিশ্ব জাহান লোকডাউনে,
এই রোগেরি ডরে।
সকল কথার আসল কথা,
দিবো নাকো পরীক্ষা।
লাগলে সময় পড়বো আরো,
তবুও করবো শিক্ষা
