ইয়েমেনে আহতদের জন্য ইলেকট্রিক হুইলচেয়ার দিচ্ছে সৌদি আরব!




মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার :সৌদি আরবের কিং সালমান হিউম্যানাটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) ইয়েমেনে য়াহত হওয়া ব্যক্তিদের মাঝে ইলেকট্রনিক হুইলচেয়ার বিতরণ করেছে। প্রথম দফায় এডেন, লুহাজ, আবিন এবং আল ধালিয়া এলাকাগুলোতে আহত হওয়া ব্যক্তিদের মাঝে ইলেকট্রিক বিতরণ করা হয়েছে।


কেএসরিলিফ এর এই মানবিক সাহায্যের ভূয়সী প্রশংসা করেছেন আদেন প্রদেশ এর শহীদ এবং আহত বিষয়ক মন্ত্রণালয় এর আন্ডার সেক্রেটারি আলাওয়ি আল নুবাহ। তিনি জানান, ইয়েমেনে আহত ও ক্ষতির শিকার হওয়া সকলের পুনর্বাসনে কেএসরিলিফ এর সাহায্য খুবই উপকারি। একটি প্রেস রিলিজে কেএসরিলিফ জানায়, এই ইলেকট্রিক হুইলচেয়ার থেকে উপকৃত হয়েছেন ১ হাজার ৯৩২ জন ব্যক্তি


এছাড়াও কেএসরিলিফ ইয়েমেন এর মারিব প্রদেশেও ২৩ হাজার ৮২৮ কেজি খাদ্যসামগ্রী বিতরন করে সাদা থেকে আল-ওয়াদি প্রদেশ থেকে বিতরিত হওয়া সকলের মাঝে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ