আনোয়ারা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোঃ আরিফুল ইসলাম,চট্টগ্রাম,প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামীলীগ’র প্রেসিডিয়াম সদস্য, চট্টলার কীর্তিমান পুরুষ জননেতা মরহুম আলহাজ্জ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জেয়ারত এবং জেয়ারতোত্তর পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকান্ডের সূচনা করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত আনোয়ারা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শওকত আলী ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দীপু দত্ত। 

পুষ্পমাল্য অর্পনে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সহ-সভাপতি ইলিয়াস আসাদ রুবেল, সাংগঠনিক সম্পাদক খান মোঃ ইয়াছিন মাসুদ, প্রচার সম্পাদক মোঃ ফারুক ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রিয়াদ, সহ সম্পাদক সুজন রাজ, সদস্য রফিক উল্যাহ, নাঈম উদ্দিন সহ প্রমুখ। 

পুষ্পমাল্য অর্পন এবং জেয়ারত শেষে দায়িত্বপ্রাপ্তরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিন জেলা শাখার সহ সভাপতি, আনোয়ারা উপজেলা শাখার পরিচালক সাবেক ছাত্রনেতা মাউসুফ উদ্দিন মাসুমের সাথে। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে বলেন সংগঠনের কর্মকান্ডকে গতীশীল করতে, আনোয়ারার শিশু কিশোরদের সুপ্ত মনে বঙ্গবন্ধুকে আর তাঁর আদর্শের বীজ বুনন এবং মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্জ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি মহোদয়ের হাতকে শক্তিশালী করাই যেনো তাদের অভিন্ন ও একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ