সরোজগঞ্জে যুবকের হাতে আলমসাধু চালক নিহত

  







খোন্দকার আব্দুল্লাহ বাশার, খুলনা ব্যুরো প্রধানঃচুয়াডাঙ্গার সরোজগঞ্জে যুবকের হাতে আলমসাধু চালক নিহত হয়েছে।আজ বুধবার  সন্ধ্যায় চুয়াডাঙ্গা  জেলার সদর উপজেলার সরোজগঞ্জ ভান্ডারদহ গ্রামের মঈন উদ্দীনের ছেলে আলমসাধু চালক তরিকুল ইসলাম নিহত হয়েছে। জানা গেছে, সরোজ গঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী শাহা ষ্টোরের কর্মচারী পুরাতন যাদবপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রিফাত উদ্দীন ধান-গম চেক করা ড্রেগার (বোমা) দিয়ে আলমসাধু চালককের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। এতে মারাত্মক জখম অবস্থায় স্হানীয় জনগণ তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু  হয়েছে।  এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ  আবু জিহাদ ঘটনার  সত্যতা নিশ্চিত  করেছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ