স্টাফ রিপোর্টারঃসৌদি আরবের সকল প্রাইভেট কোম্পানিকে পুরুষ এবং নারী – সকল কর্মচারীর জন্য ড্রেস কোড জারি করার নির্দেশনা দিয়েছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ম মন্ত্রণালয় এর মন্ত্রী ইঞ্জিনিয়ার আল-রাজি সকল কোম্পানিকে রেগুলেশন অনুযায়ী ড্রেস কোড মেনে চলার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।
সৌদি আরবের লেবার ল এর ৩৮ নম্বর আর্টিকেল এর প্রথম প্যারাগ্রাফ এর ব্যাপার এউল্লেখ করেন। এই প্যারাগ্রাফে বলা আছে, প্রত্যেক প্রাইভেট কোম্পানির একটি ড্রেসকোড থাকতে হবে, এবং লিখিত একটি নীতিমালা থাকতে হবে যা সকল কর্মচারীকে মেনে চলতে হবে। এছাড়াও এই নীতিমালায় ড্রেসকোড না মেনে চললে জরিমানার ব্যাপারেও উল্লেখ থাকতে হবে।
সকল প্রাইভেট কোম্পানিকে এই ড্রেসকোড সম্বলিত নির্দেশনা সহজেই চোখে পড়ে এমন কোন জায়গায় বা নোটিশবোর্ডে প্রদর্শন করতে হবে, যাতে করে সকল কর্মচারী সহজেই এই ড্রেসকোড এবং ড্রেসকোড এর নির্দেশনা সম্পর্কে জানতে পারে। যেসকল কোম্পানি লেবার ল অনুযায়ী এবং মন্ত্রণালয় এর নির্দেশনা অনুযায়ী ড্রেস কোড বাস্তবায়ন করবে না, তারা জরিমানার সম্মুখীন হবে।
মন্ত্রনালয় থেকে জানানো হয়, এই নির্দেশনা জারি করা হয়েছে সৌদি আরবের শ্রম বাজার উন্নয়ন করার জন্য। একই সাথে প্রাইভেট চাকুরিতে কাজের জন্য ভালো প্রতিবেশ নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত।
