দারুল আরকাম এর ২০২০ জন অসহায় শিক্ষকের পরিবারের পাশে এক মহান ব্যাক্তি




আব্দুর রাজ্জাকঃবাংলাদেশে করোনাকালীন এই  মহামারী- দুরাবস্থার মধ্যে আজকে সবচেয়ে বড় অসহায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক  প্রতিষ্ঠিত দারুল আরকাম  মাদ্রাসার ২০২০ জন শিক্ষক-শিক্ষিকা এবং তাদের পরিবারবর্গ।  বাংলাদেশে এতো সুশীল সমাজ এবং আলেম সমাজ, আজ এই ২০২০ জন শিক্ষক আলেম পরিবারের পাশে দারাবার মত কেউ নেই।  

দারুল আরকাম এর ২০২০ জন অসহায় শিক্ষকের পরিবারের পাশে এক মহান ব্যাক্তি দাঁড়িয়েছেন,  যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন   চট্টগ্রাম-২  আসনের মাননীয় সংসদ সদস্য এবং তরিকত ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ মজিবুল বশর মাইজভান্ডারী মাননীয় এমপি মহোদয়। 


দারুল আরকামের এই দুর্দিনে ২০২০ জন শিক্ষকদের পাশে থাকায় মামনীয় এমপি মহোদয়ের অবদান প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময় চির স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ । 

দোয়া করি, মহান আল্লাহ তায়া’লা  যেন আলহাজ্ব সৈয়দ মজিবুল বশর মাইজভান্ডারী  মাননীয় এমপি মহোদয়কে  বাংলাদেশের  সম্মনিত  স্থানে আসন গ্রহণ করে এ দেশের মানুষের সেবা করার জন্য সুযোগ দান করেন। 

গত ৭/৯/২০ তারিখে জাতীয় সংসদ অধিবেশনে তিনি তাঁর নিজের এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ ব্যতিরেখে শুধুমাত্র দারুল আরকাম এর ২০২০জন শিক্ষকদের অসহায়ত্ব বিষয় মূল্যবান বক্তব্য পেশ করে  মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 


শুধু তাই নয়, তিনি গত চারদিনে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মহোদয়সহ  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি অবিরাম যোগাযোগ অব্যাহত রাখেন। যার ফলশ্রুতি হিসেবে আগামী ১৬/৯/২০ তারিখ বুধবার ধর্ম সচিব মহোদয়ের সভাপতিত্বে, ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 

সভার সার্বিক বিষয় বাস্তবায়ন করার লক্ষ্যে মাননীয় এমপি মহোদয় সর্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন। 

মাননীয় এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 


ধন্যবাদান্তেঃ- 

হাফেজ মাওলানা মোঃ ইউনুস খান

 সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ