মোঃইয়ামিন সরকার আকাশ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ভারীপাত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের তিস্তা ও ধরলা নদীর পানি আবার বাড়তে শুরু করেছে।যার ফলে নিচু এলাকার বেশ কিছু আমন ও সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে নদ-নদীর তীব্র ভাঙন।
গত এক সপ্তাহের মধ্যে জেলার প্রায় দুই শতাধিক বসতভিটা, আবাদি জমি ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে।যার মধ্যে তিস্তার প্রবল ভাঙনে বিলীন হয়েছে জেলার উলিপুর উপজেলার চর বজরা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও বিলীন হয়েছে পাকা রাস্তা ও শতাধিক বাড়িঘর।
এদিকে সদর উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় একশ মিটার অংশ বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড এর বরাত দিয়ে জানা গেছে যে ধরলা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে এবং যা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
