ছুটিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা আদায়


জামাল হোসেন জয় ॥   ছুটিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা আদায়।জানা যায় যশোরের ঝিকরগাছার ছুটিপুর বাজারে বুধবার (৯ সেপ্টেম্বর)   অভিযান চালিয়ে অপরিষ্কার পরিবেশে খাবার ও বাশি খাবার পরিবেশন করায় ১ হোটেল ব্যবসায়ী ও মুদিখানা, ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ, মালামাল বিক্রয় করায় ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উক্ত আদালতের নেতৃত্ব দেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।বুধবার দুপুরে ছুটিপুর কাচা বাজার  রোডের কহিনুর ফার্মেসীর সামনে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কাঁচামাল ব্যবসায়ীরা ১২০ টাকা কেজি দরে কেনা কাঁচা মরিচ ২শ’ টাকা বিক্রি করা এবং অতিরুক্ত দামে পেয়াজ বিক্রি করার অপরাধে  ২ কাচা মাল ব্যবসায়ীকে জরিমানা করেন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, বাজার কর্মকর্তা প্রমুখ 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ