রূপসা সেতু এলাকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ



তুহিন রানা (আব্রাহাম) খুলনা নগর প্রতিনিধিঃখুলনা মহানগরীর রূপসা সেতুর লবনচরা এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওহাব জুটমিলের একটি স্টাফ বাস উল্টে গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।এতে প্রাইভেটকারের যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওহাব জুটমিলের স্টাফ বাস (পিরোজপুর মেট্রো জ ০৫-০০২৮) রূপসা সেতু থেকে নেমে লবণচরা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় প্রাইভেটকারের (ঢাকা মেট্রো ক ১১-৩৮২৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে গেলেও কেউ হতাহত হননি। তবে প্রাইভেটকারের আরোহীরা আহত হয়েছেন

তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপসা সেতুতে টোল আদায়কারী প্রতিষ্ঠান ইউডিসি-জিআইইটিসি জেভী-এর প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ মাহফুজ পারভেজ বাংলানিউজকে বলেন, রূপসা সেতুর লবণচরা এলাকায় প্রাইভেটকারের সঙ্গে ওহাব জুটমিলের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

খবরটি পেয়েছি। সেখানে সেতু কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল পরিদর্শনে যাবো।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ