প্রতীক্ষা ফাতিমা পারভীন



রাত জাগা পাখি!

দিনের আলোয় ক্লান্তিহীন ছুটে চলা অবিরাম!

রাতে জেগে থাকা নিরন্তর!

বাইরে বাহারি রঙ 

ভিতরটা ধূ ধূ প্রান্তর!


কে জানে? হয়ত কোন একদিন

প্রাণপ্রিয় সঙ্গীটি প্রাণ বিসর্জন দিয়ে

শত্রুপক্ষের বলিদান হয়েছে!

অথবা নিজেকে অব্যাহতি দিতে হয়েছে

প্রিয় সঙ্গিনীকে!

যদি হয় সেটা শাঁখের করাতের মতো!

যাকে নিয়ে এত স্বপ্ন দেখা,

রাত জেগে গল্প কবিতা লেখা,

যার এক চিলতে হাসি দেখতে

ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা!

যার মিষ্টি কন্ঠটা শোনার জন্য

ফোনটা কানে তুলে অধীর আগ্রহে বসে থাকা!

হতে পারে সে নিজেই বেইমান।

অথবা নিরুপায় কোন নারী হৃদয়!

যার ছোঁয়া মিশে আছে হৃদয়ের

প্রতিটা কণায় কণায়,

শিরা-উপশিরায় প্রতিটা রক্ত বিন্দুতে!

সত্যিই সৌভাগ্যবান' সেই মানুষটি!

হোক সে জীবিত অথবা মৃত,

কাছে কিংবা দূরে,

সুখে কিম্বা দুঃখে!

তিলে তিলে শেষ হয়ে যাওয়া মানুষটিকে

সেজন দেখতে পাচ্ছে কিনা জানিনা।

তুষের আগুনে পোড়া ভেতরের মরুভূমি টা

দূর থেকে চিকচিক করছে!

জানিনা এত দিনে সেটাও তার চোখে পড়েছে কিনা!

নিথর দেহের লাবণ্যটা আজও আছে।

সবার চোখে হয়তো সেটাই পড়ে থাকবে!

কারণ ভেতরের চোখ তো আর সবার থাকে না

তবুও একজন মানুষ এ জগতে আছে

বাইরে নয় ভিতরের মরুময় প্রান্তর

যার চোখে পড়ে!

একটা মরুপ্রান্তরে ফুল ফোটানো,

অথবা দূর্বা লাগানোর সাধ্য তার নেই

তবু সে চিকচিকে বালুর পরিবর্তে

সৌন্দর্য ,সুরভিত সবুজ বনভূমি দেখার


 প্রতীক্ষায়---------------------------------!


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ