কলাপাড়ায় পল্লি বিদ্যুৎ নতুন সংযোগের নামে অতিরিক্ত টাকা আদায়





নাঈমুর রহমান কুয়াকাটা প্রতিনিতি

তারিখ  ১৩/০৯/২০২০


পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামাইয়া গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কতিপয় ব্যক্তি ইতিমধ্যেই অর্ধ লক্ষ লাখ টাকা আদায় করেছে বলে জানা গেছে। 

জানা গেছে, চাকামাইয় মুন্সি বাড়ি গ্রাম থেকে পূর্ব চাকামাইয়া দিত্যা স্টান প্রযন্ত  ২ কিলোমিটার, দিত্যা স্টান ১৫০ জন গ্রাহককে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দিতে কাজ চলছে। কাজের শুরুতেই তাদের কাছ থেকে সাইদুর রহমান সানু এর নেতৃত্বে তার ছেলে শওকত, আরো স্থানীয় কয়েক ব্যক্তি মিলে বিদ্যুতের সংযোগ পেতে টাকা দাবী করে। গ্রাহকপ্রতি প্রথমে ৫০০/১৫০০ টাকা দাবী করলেও পরবর্তীতে ৫০০/১০০ হাজার এবং শেষ পর্যন্ত ৩০০০ হাজার থেকে  ৩৮০০শ করে টাকা দাবী করা হয়। 

দাবীর প্রেক্ষিতে স্থানীয় ৬০ জন গ্রাহকের মধ্যে অনেকেই ৩ থেকে ৪ হাজার করে টাকা ইতিমধ্যেই এ চক্রটির হাতে তোলে দিয়েছেন। অনেকের কাছ থেকে আবার ১০০০- ৫০০০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এমনকি খুঁটির জন্যও ৫০০-১০০০ হাজার করে টাকা দাবী করেছে চক্রটি। সূত্রমতে, গ্রাহক হওয়ার জন্য আবেদন ফি ১শ টাকা, ভ্যাট ১১৫ টাকা ও মিটারের নিরাপত্তা বাবদ ৪৫০ টাকা মিলে সংযোগ ফি সর্বমোট ৬৬৫ টাকা। বিদ্যুত সংযোগের পাশাপাশি এক পয়েন্টের ওয়্যারিং করে দেওয়া হয়। 



ওই গ্রামের গ্রাহক ইউনুস হাং (৪০) জানান, স্থানীয় শওকত ৫০০  ও ১টি মিটার ওয়্যারিংসহ ২৫০০ টাকা মিলে মোট ৩০০০/৩৭০০ টাকা তার কাছ থেকে নিয়েছে। একই গ্রামের গ্রাহক জাহাঙ্গির  (৩৫) জানান, স্থানীয় সাইদুর রহমান শানুর ছেলে, শওকত  তার কাছ থেকে ৪০০০ হাজার টাকা নিয়েছে, আরও ১০০০ হাজার টাকা দাবী করেছে। অপর গ্রাহক ফিরোজ হাং (২৬) জানান, আমার কাছ থেকে ৩৭০০  টাকা দাবী করে বলা হয় ‘ টাকা দিলে  খুঁটি ও সার্ভিস তার মিটার  দেওয়া হবে। আর যারা টাকা দিয়েছে তাদের সার্ভিস তার  দেওয়া হয়েছে। 

এদিকে স্থানীয় এক বৃদ্ধ  অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে উল্লেখিত টাকা আদায়কারীরা বিদ্যুৎ সংযোগে না দেওয়ার অভিযোগ আসে। এবং ভয়-ভীতি দেখানো হয়। 


টাকা আদায়কারী শওকত  (২৫) ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে নিজেকে একজন ইলেকট্রিশিয়ান পরিচয় দেয়। সাংবাদিক পরিচয় পেয়ে দেখা করে চা খাওয়ার আমন্ত্রণ দেন । 

টাকা আদায়কারী শওকত এর সাক্ষাৎকারে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকায় অনেকেই চেষ্টা করেছে কিন্তু বিদ্যুত আনতে পারে নাই। তাই আমি একটু এলাকার জন্য চেষ্টা করেছিলাম। এসময় তিনি প্রথমদিকে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করলেও নিজে খুটি বাবদ বা অতিরিক্ত   কোন টাকা আদায় করেননি বলে দাবী করেন। 


 এ ব্যাপারে কলাপাড়া জেনাল পল্লী বিদ্যুৎ  সমিতির জেনারেল ম্যানেজার শহিদুল হক জানান, বিদ্যুতের সংযোগ পেতে বর্তমানে ৫১৫ টাকা খরচ হয়। আর ওয়্যারিং এর বিষয়টি গ্রাহকদের নিজস্ব ব্যাপার। এসময় তিনি কেউ অতিরিক্ত টাকা নিয়ে থাকলে থানা পুলিশে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ