আলমগীর হোসাইন, কুমিল্লা উত্তর জেলা, বাংগরা বাজার থানা প্রতিনিধি
২০১৩ সালে ঘটে যাওয়া রানা প্লাজা ধ্বংসের সাত বছর পর আর্থিক সহায়তা পেলো মৃত মাহবুবুর রহমানের পিতা আব্দুল মজিদ। মৃত্যুকালীন সময় মৃত মাহবুবুর রহমান ব্র্যাক অফিস কর্তৃক ১ লক্ষ টাকা অনুদান প্রাপ্ত হন। ৫ বছর মেয়াদি এই অনুদানের সেবাসহ সহ মোট ১ লক্ষ দশ হাজার টাকা পান।
আজ ০৮/০৯/২০২০ইং, মঙ্গলবার আনুমানিক বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাসের উপস্থিতিতে চেক হস্তান্তর করা হয়।
ঘটানাটি ঘটার পর থেকে আব্দুল মজিদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইল ফোনটি হারিয়ে ফেল্লে পরবর্তীতে আর কোনো খোঁজ মেলে নি। গত ২৯/০৬/২০২০ ইং তারিখে দৈনিক কপোতাক্ষ নিউজ অনলাইন সংবাদপত্রের নিউজের মাধ্যমে খোঁজ পাওয়া যায় আব্দুল মজিদের।
ব্র্যাক কর্মকর্তা জনাব মৃত্যঞ্জয় সরকার (সাভার) এর নেতৃত্বে নিখোঁজ আব্দুল মজিদের তালাশ করে উক্ত পত্রিকার রিপোর্টার আলমগীর হোসাইন।
চেকটি হস্তান্তর করা হয় মুরাদনগর উপজেলার, ত্রিশ গ্রামের ব্র্যাক অফিস থেকে। সে সময় উপস্থিত ছিলেন মামুনুর রশীদ (আঞ্চলিক ব্যবস্থাপক, প্রগতি), রতন কুমার পাল (উপজেলা হিসাব ব্যবস্থাপক), মোঃ ফরিজুল ইসলাম (এলাকা ব্যবস্থাপক, প্রগতি) সহ আরো অনেকে।
এই আর্থিক সহায়তা পেয়ে আব্দুল মজিদ আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরলে তাকে উপজেলা নির্বাহী অফিসার সান্তনা দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
