কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারের প্রবীণ ডাঃ মো. হাবিবুর রহমান,এমবিবিএস আর নেই




শাহ আলম জাহাঙ্গীর

ব্যুরো চিফ, কুমিল্লা


দীর্ঘ  ৫০ বছর চিকিৎসা সেবা দিয়ে আজ বুধবার ৮ সেপ্টেম্বর দুপুর ১.৫৫ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারের আল শামস্ ফার্মেসির মালিক স্বনামধন্য  প্রবীণ চিকিৎসক ডাঃ মো. হাবিবুর রহমান, এমবিবিএস। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে মরহুম ডাক্তারের বয়স হয়েছিলো (৭৫)। তিনি  ওষুধ ব্যবসায়ী একমাত্র পুত্র ও নাতিসহ অসংখ্য অাত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

জানা যায়, তিনি সরকারি চাকরি ছেড়ে

এলাকার মানুষের সেবার মানসে মহান এ চিকিৎসা পেশাকে ব্রত হিসেবে নিয়েছেন।

পায়ে হেঁটে কখনোবা সাইকেলে চড়ে

মুরাদনগর,  হোমনা  বাঞ্ছারাম ও নবীনগরের  প্রত্যন্ত অঞ্চলে 

রোগীদের সেবা করে গেছেন।

মরহুম ডাক্তারের প্রথম জানাজা নামাজ

রামচন্দ্রপুরে বাজারপাড়া জামে মসজিদ

সংলগ্ন ঈদগাহ মাঠে বাদ আসর অনুষ্ঠিত হয়। 

 মরহুমের ডাক্তারের গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার পীরকাশিমপুরে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

ডাঃ মো. হাবিবুর রহমানের মৃত্যুতে  এলাকায় শোকের ছায়া নেমে আসে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ