মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবিতে মানব্বন্ধন করেছে ঘোড়াঘাট উপজেলার সাধারণ মানুষেরা।
বুধবার সকালে উপজেলার ডুগডুগী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ১নং পালশা ইউনিয়নের চেয়ারম্যান কবিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ার্যান শুভ রহমান, বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ আব্দুল ওহাব মোল্লাসহ স্থানীয় বিপুল সংখ্যক নারী পুরুষ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যাক্তিত্বরা অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা দাবি করেন, উএনওর উপর হামলা নিছক কোন চুরির ঘটনা নয়। তাকে হত্যার উদ্যেশ্যেই তার উপর এমন ন্যাক্কার জনক হামলা চালানো হয়েছে। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে।
