মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধিঃনারীদের আত্মনির্ভরশীল এবং সাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে নারী উদ্যোক্তা রোজ গ্লামার ওয়াল্ড এর স্বত্তাধিকারী রোজী বেগমের উদ্যোগে হাটি হাটি পা পা করে যাত্রা শুরু করে আজ প্রায় ১২হাজার সদস্যের এই গ্রুপ দিনাজপুর গার্লস ক্লাব (ডিজিসি)সফলতার প্রথম বর্ষে পদার্পন করলো। দিনাজপুর গার্লস ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১১সেপ্টম্বর শুক্রবার বেলা ১টার সময় শহরের ঘাসিপাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন একটি খাবারের রেস্তোরায় প্রধান অথিতি জাতীয় সংসদের বৃহত্তর দিনাজপুর(দিনাজপুর,ঠাকুরগাঁ ও পঞ্চগড়)জেলার মহিলা সংরক্ষিত আসনের এমপি এ্যাডভোকেট জাকিয়া তাবাসচ্ছুম জুঁই কেক কেটে দিনাজপুর গার্লস ক্লাবের(ডিজিসি)শুভ জন্মদিন পালন করেন।এই সময় বর্তমান ১২ হাজার সদস্যের সমন্বয়ে গঠিত ডিজিসি গ্রুপের নারী উদ্যোক্তা সুলতানা রাজিয়া,এডমিন ক্রিয়েটর আফরিন মৌ,এ্যাডমিন আফরোজ মহামুদ বন্যা,মডারেটর আসমা মুন, তাসপিয়া রসমান,রেনেসা আলম,সিলভী আহম্মেদ এবং আনোয়ারা সম্পা সহ ডিজিসি গ্রুপের অন্যান্য সদস্য এবং সন্মানিত অথিতিবৃন্দ।এ সময় প্রধান অথিতি এ্যাডভোকেট জাকিয়া তাবাসচ্ছুম জুই ও বক্তারা বলেন নারীদের মধ্যে যে ক্রিয়েটিভি আছে তার প্রকাশ ঘটাতে হবে।নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করত হবে।এর পাশাপাশি নারীদের মধ্যে লুকায়িত প্রতিভাকে বের করে তাদের জন্য উপযুক্ত প্লাটফর্ম তৈরী করতৈ হবে।এ ছারাও প্রধান অথিতি এই গ্রুপের সকল সদস্যদের বলেন আমি তোমাদের সাথে আছি এবং থাকবো।যে কোন সময় নারীরা কারো দ্বারা নির্যাতনের স্কীকার হলে তোমাদের প্রশাসনিকভাবে সহায়তা করবো।এই উদ্যোগ একটি মহতী উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে গিয়ে যদি কখনো কেউ বাধাঁর সৃষ্টি করে সেই ক্ষেত্রে সর্বদা আমাকে পাবে।সর্বদা মনে রাখবে নারী যেমন সৃষ্টি করতে পারে তেমনি ধবংসও করতে পারে।তাই কখনো বিচলিত হবে না।নিজ উদ্যোগে নারীদের স্বাবলম্বি করে গড়ে তোলাই হবে এই গ্রুপ এর সার্থকতা।অন্যান্য বক্তারা বলেন নারীরা আজ পিছনে নয়।নারীরাও যে কোন সময় সম্মুখ যুদ্ধের অভিযাত্রী হতে পারে।সম্পূর্ন অনলাইন এর মাধ্যমে নারীদের নিত্য প্রয়োজনীয় অর্ডার ঘরে বসেই করতে পারবেন এবং ডেলিভারী নিতে পারবেন। তবে দিনাজপুরে প্রথম ২০১৯সালের আগষ্ট থেকে যাত্রা শুরু করে" দিনাজপুর গার্লস ক্লাব" যথেষ্ট শুনামের সাথেই তাদের অগ্রযাত্রাকে ধরে রেখেছে।আজ ১২হাজার নারী সদস্য নিয়ে পথ চলা এই গ্রুপের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য নারীদের লুকায়িত এবং সুপ্ত প্রতিভার বিকাশ সাধন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
