চট্টগ্রামে কসাই লেদুর খুঁটির জোর কোথায়?




নিজস্ব প্রতিনিধিঃকসাই লেদু, একটি ভয়ংকরী নাম। জাতীয় পার্টীকে জলাঞ্জলি দিয়ে খোলস বদল করে আওয়ামীলীগে যোগদানের মাধ্যমে মুবিজকোর্ট পরিধান করে মহারাষ্ট্রের মহারাজ সেজেছে রৌফাবাদের কসাই লেদু।

জানা গেছে লেদুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা আদালতে ধর্ষণ মামলা সহ চুরি, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই এবং ভূমিদস্যুতার অভিযোগ এনে মামলা করে ভুক্তভোগীরা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনা সত্য বলে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে।  এতে কসাই লেদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 

কিন্ত আইন আদালত পু্লিশ প্রশাসন কিছুই তোয়াক্কা না করে পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে চলাফেরা করছে এই কসাই। অবলা নারীদের দিয়ে দেহ ব্যবসা, মাদককারবারিদের সাথে ওলামেলা, ছিনতাইকারীদের রক্ষণাবেক্ষণ, ভূমি দস্যুতা, ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদাবাজি সহ কয়েক ডজন জঘন্যতম অপরাধের সাথে সরাসরি জড়িত থাকলেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষের যেন টনক নড়ছে না।

চট্টগ্রাম মহানগর বায়েজিদ এলাকা জুড়ে  বাণিজ্যিক বা শিল্পনগরী হিসাবে প্রাচীন কাল থেকেই বেশ খ্যাতি রয়েছে এর। যে কারণে এখানে নগরীর অন্যান্য এলাকার চেয়ে ঘনবসতি প্রায় দিগুণ বৃদ্ধি পেয়েছে। জানা গেছে মানুষের চাহিদা এবং অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের  বিরুদ্ধে খুব সহজেই ফাঁদপাতা সম্ভব হয়েছে কসাই লেদুর।

সরেজমিনে দেখা গেছে যে, অক্সিজেন এলাকার কে,ডি,এস গার্মেন্টসের পিছনে সরকারি জমি দখল করে পাখি (ছদ্মনাম) নামের এক মাদক সম্রাজ্ঞীর হাতে তুলি দিয়েছে মাদক এবং নারী। 

অক্সিজেন এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা সহ ফেন্সিডিল, গাঁজ, মদ এবং হরেক রকম মাদক। 

লেদুর নিয়ন্ত্রিত এলাকা হিসাবে প্রশাসনের নজরে আসেনা বায়েজিদের বিশেষ বিশেষ এলাকা। জানা যায় অক্সিজেন এলাকায় অবৈধ আয়ের টাকা দিয়ে সরকারি শীতলঝর্ণা খালটি দখল এবং ভরাট করে ৭তলা বিশিষ্ট একটি গগনচুম্বী ভবন নির্মাণ করেছে লেদু। এতে প্রায় ১০ কোটি টাকা ব্যায় করেন লেদু। এছাড়া ভবনের ২য় তলায় অনুমোদনহীন হাসপাতাল নির্মাণে করে কসাই পদ্ধতিতে রোগীদের গলাকেটে মাসে প্রায় কোটি টাকা অবৈধ ভাবে আয় করছে। কসাই লেদুর অবৈধ আয়ের হাজার কোটি টাকার হিসাব থেকে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। 

এছাড়া অবৈধ ভবন নির্মাণে ওই এলাকায় স্থায়িভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেও সময়মত পানি নিষ্কাসিত না হওয়ায় পানির নিচে তলিয়ে যায় ওই এলাকার নিন্মাঞ্চল।

জানা যায় আয়কর অফিসের দুর্নীতিবাজ অফিসারদের সাথে গোপনে সখ্যতা গড়ে তুলে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাকি দিচ্ছে লেদু।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ