নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান (৩৫) সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর হঠাৎপাড়া গ্রামে একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এ সময় পুলিশ তাদের কাছ থেকে পুলিশ নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- যুবলীগ কর্মী রইচ উদ্দিন (৬০), লিটন হোসেন (৩০), ইউনুছ আলী (৪০), ঠান্ডু মিয়া (৩৬), নবাব আলী (৩৫) ও ইদ্রিস আলী (৬৫)।
পুলিশ জানায়, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান সহযোগীদের নিয়ে ইউসুবপুর হঠাৎপাড়া গ্রামে একটি বাড়িতে জুয়ার আসর বসায়। এমন খবরে পেয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় যুবলীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
