আড়ৎদার আ.হালিম বেপাড়ী গুরুতর অসুস্থ,পরিবারের পক্ষ থেকে নাগরপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা


ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:টাংগাইলের নাগরপুর উপজেলা দুয়াজানী কলেজ পাড়া নিবাসী,বিশিষ্ট ব্যবসায়ী ও মাছের আড়ৎদার, দৈনিক কপোতাক্ষ নিউজ ডা.এম.এ.মান্নান এর বড় মামা মো.আ.হালিম গুরুতর অসুস্থ। 

গত কয়েকদিন যাবত ধরে কিডনি ডিজিজ,ডায়বেটিস সহ নানা জঠিল রোগে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে টাংগাইল সোনিয়া নাসিং হোমে চিকিৎসাধীন আছেন। 

আ.হালিমের বড় সন্তান মোহাম্মদ আলী-তার বাবার আশু সুস্হতার জন্য নাগরপুর বাসী সহ সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করছেন। মহান আল্লাহ যেন অতিদ্রত তাকে সুস্হ করে তোলেন,আমীন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ