সাংবাদিক মো.কবির হোসেন করোনা পজিটিভ,সকলের কাছে দোয়া প্রার্থনা


ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট এর যুগ্ন সাধারন সম্পাদক, দৈনিক দেশ বার্তা পত্রিকার নাগরপুর উপজেলা প্রতিনিধি, বিশিষ্ট সমাজসেক ও শিক্ষাবিদ জ্বনাব মো.কবির হোসেন করোনা আক্রান্ত হয়ে নিজে বাসায় চিকিৎসাধীন আছেন। 


আজ মংগলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ খ্রি.সকাল ৮.০০ টায়  নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে করোনা পজিটিভের সংবাদ জানানো হয়।


সাংবাদিক নেতা জ্বনাব মো.কবির হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি জানান-তার এক শুভাকাঙ্ক্ষীকে চিকিৎসার কাজে সহযোগিতা করেছিলেন তিনি আরও জানান,সেই শুভাকাঙ্ক্ষী রোগী করোনা আক্রান্ত ছিলেন তিনি তা জানতেন না। পরে তিনি নিজ ইচ্ছায় হোম কোয়ারেন্টাইনে চলে গেলেন এবং কর্নফাম হওয়ার জন্য নাগরপুর স্বাস্থ্য কেন্দ্রে নমুনা দেন। আজ মংগলবার তার করোনা পজিটিভ আসে। তিনি জানান তার মধ্যে কোন করোনা উপসর্গ নেই। তিনি নাগরপুর বাসী সহ সকলের কাছে তার সুস্হতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।


মিডিয়াকর্মী ও মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ব্যবস্হাপনা পরিচালক(প্রএমডি) ডা.এম.এ.মান্নান বলেন,সাংবাদিক কবির হোসেন ভাই একজন সৎ ও সাহসী সাংবাদিক নেতা এছাড়া তিনি যুবলীগ,ধুবড়িয়া ইউনিয়নের আহবায়ক এবং সফল মেডিসিন ব্যবসায়ী। জ্বনাব কবির সাহেব কে পল্লী চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী বললেও ভুল হবে না। আমার জানামতে  তিনি দল মত নির্বিশেষে সকল মানুষের পাশে নিঃস্বার্থ ভাবে  দাঁড়ান এটা তার নেশা।তিনি বাংলাদেশে করোনা ভাইরাস আসার পর থেকেই দিন রাত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তার সার্বিক সহযোগিতায় নাগরপুরে হোমিওপ্যাথিক ৪ জন ডাক্তার সহ নাগরপুর স্বাস্থ্য কর্মীরা পেয়েছে পিপিই,হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক।এছাড়া তার নিজস্ব অর্থয়য়নে কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ করেছেন।  তিনি আজ করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় অবস্হান করছেন। তারমত লোক সব  সময়ের জন্য সুস্হ থাকা দরকার কারন তিনি একজন মানবিক মানুষ তার দ্বারা সকল মানুষ উপকৃত হন । মহান আল্লাহ পাক যেন কবির হোসেন ভাইকে সুস্হতা দান করেন, আমিন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ