আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

 



 আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধিঃ   জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এবং তার সন্তান ঘোড়াঘাট উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা মোড়ে আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে মানববন্ধনে বক্তারা, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী ও ও তার সন্তানের উপর ন্যক্কারজনক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সেই সাথে হামলায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন, লিয়াকত আলি, নূরুল হুদা প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ