আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৈনন্দিন, সাপ্তাহিক,মাসিক এবং অন লাইন রিপোর্টের উপর জরুরী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সালমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স কল্পনা রাণী মন্ডল, রোজিনা খাতুন, এস আই জি এম গোলাম মোস্তাফা, পরিসংখ্যানবিদ আঃ খালেক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ।
