নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা



নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ---ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে, ২৯শে অক্টোবর বৃহস্পতিবার নন্দীগ্রাম কলেজ মসজিদ হতে এক বিশাল মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। উক্ত বিক্ষোভ মিছিল শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভা অনুস্ঠিত হয়। ইসলামী আন্দোলন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তারা ফ্রান্সের সরকারের প্রত্যক্ষ মদদে ইসলাম ধর্মকে অবমাননা করে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরিশেষে ইসলাম ধর্ম ও নবীজি প্রেমী উত্তেজিত জনতা ফ্রান্সের জাতীয় পতাকা পদ দলীত করে, আগুনে দিয়ে পুড়িয়ে দেয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ