মোঃ ইকরামুল করিম সৈকত, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় স্থানীয় বি.এম হাই স্কুল মাঠে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় ঝিকরগাছা বি.এম হাই স্কুল মাঠে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ওসি আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.এস.এম জিল্লুর রশিদ, বি.এম হাই স্কুলের প্রধান শিক্ষক আ. সামাদ।প্রধান ও সাংগঠনিক আলোচক ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মো. মোস্তফা ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।এছাড়াও নারগিছ নাহার, ইশা তালুকদার, আব্দুল হান্নান, আব্দুল কাদের, ইয়াছিন আলী, আলীম দাড়িয়া, মধূসূদন সরকার,যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
