তিস্তা নদী ব্যবস্থাপনায় মহাপরিকল্পা গ্রহণ করায় প্রধানমন্ত্রী কে অভিনন্দন

 


মোঃ রশিদুল ইসলাম রিপন,লালমনিরহাট প্রতিনিধি,কালমাটি পাকার মাথা, লালমনির হাটে, তিস্তা নদীর মহাপরিকল্পা গ্রহণ করায়, তিস্তা নদী খনন, বাধ নিমার্ণ এবং লালমনির হাট টু হারাগাছ রংপুর মহাসড়কে সংযোগ সেতু চাই আন্দোলন কমিটি এবং তিস্তা পাড়ের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রী কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। 

প্রায় পাঁচ হাজার মানুষ সেখানে উপস্থিত হয়। সভাপতিত করেন মোঃ রবিউল ইসলাম স্বপন আহবায়ক তিস্তা নদী খনন বাধ নিমার্ণ এবং লালমনির হাট টু হারাগাছ মহাসড়কে সংযোগ সেতু চাই আন্দোলন কমিটি।আরও বক্তব্য রাখেন খায়রুজ্জান, আইয়ুব আলী, চন্দ্র শেখর, নির্মল রায়, আশিকুর রহমান, মশিয়ার রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ