সবুজ সংখ্যা মোঃ রাসেল মিয়া


চির সবুজ 


আমি রোদে পুড়ব, বৃষ্টিতে ভিজব

ফুল হয়ে ফুটব, পাখি হয়ে উড়ব

আমি প্রকৃতি হব।

আমি জোস্নার সৌন্দর্যের অবগাহনে সিক্ত হব

আমি চৈত্রের পূর্ণিমা রাতে বসে বসে সুখতারা গুনব

আমি প্রকৃতি হব।

আমি নদীর উপর কল্পনার ঘর বানাব

আমি হংস মিথুনের মত ভেসে বেড়াব

আমি প্রকৃতি হব।

আমি পিপীলিকার মত অনন্তকাল হাঁটব

আমি উদাস কবির মত পথে প্রান্তরে ঘুরব

আমি প্রকৃতি হব।

আমি ৰ্যাপা বাউলের মত গাছের ছায়ায় একতারা বাজাব

আমি লালন মেলায় সুরের বন্যায় হারিয়ে যাব

আমি প্রকৃতি হব।

আমি ভোরের মৃদুমন্দ হাওয়ায় শরীর জুড়বো

আমি মাঝির সাথে গলা ছেড়ে গান গাইব

আমি প্রকৃতি হব।

আমি শীতের সকালে শিউলী ফুল কুড়বো

আমি টিয়া পাখির সাতে কানে কানে কথা কব

আমি মায়াবী রাতে সাগরের গর্জন শুনব

আমি আকাশ পানে মায়াভরা স্বপ্ন বুনব

আমি মাটি হব কখন্ও পাহাড় হব

কখন্ও বিচ্ছিন্ন দ্বীপে মৌন হয়ে বসে থাকব

আমি প্রকৃতি হব।

আমি গাছের পাতায় শরীর ডাকব

আমি প্রকৃতির ফল ভক্ষণ করব

আমি ঝড়না হয়ে গড়িয়ে পড়ব

আমি মাঝ দরিয়ায় নৌকা বাইব

আমি প্রকৃতি হব।

আমি কখন্ও শিশু কখন্ও বৃদ্ধ হব

কখন্ও পুরুষ, আবার কখন্ও নারী হব

আমি প্রকৃতির সন্তান হব

আমি প্রকৃতি হয়ে প্রকৃতিকে জয় করব

আমি প্রকৃতি হব ।।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ