ফোটালে ফুল আকরাম হোসাইন




মরুর বুকে ফুটাতে ফুল

এসেছিলে প্রিয় রাসূল.

আলোর পথে ছুটে চলে

মানবের কূল।

 

হিংসা বিদ্বেষ ভুলে সবে

শত্রুকে বন্ধু ভাবে.

হানাহানি চলে দূরে

মহিমা সুরে গায় সবে।


নেতা আমাদের রাসূল

মরুর বুকে ফোটালে ফুল.

বিশ্বভুবনে তুমি এলে

আল্লাহর কালাম কুরআন নিয়ে।


অন্ধ মানুষ পেলো ফিরে নূরের জ্যোতি

প্রানের আকুতি দেখবো তোমায়.

স্বপ্নে দিনে কিংবা রাতে

মরুর বুকে ফুটালে ফুল হে প্রিয় রাসূল।


তুমি আমার মহান নেতা

প্রেমে হই আকুল।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ