মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।। ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলার সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ইমাম পরিষদ ও আলেম সমাজের আয়োজনে দলবল নির্বিশেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১ এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।এ সময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মুফতি মিরাজুল হক খান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন( অালা) আওয়ামী লীগ নেতা মনজুরুল করিম মুন, শিক্ষক শেখ হাসানুজ্জামান, মাওলানা গোলাম মর্র্তুজা, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মহসিন, মাওলানা অহিদুজ্জামান, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা রইসুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ ।সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপন করতে হবে। এছাড়া কাদিয়ানীদের অমুসলিম ঘোষণারও দাবি করেন বক্তারা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)