কালিগঞ্জের বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের ভিত্তি প্রস্তর উদ্বোধন




আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলার কা‌লিগঞ্জ উপজেলাবাসীর  দীর্ঘদি‌নের দা‌বির প্রেক্ষি‌তে, অব‌শে‌ষে উপ‌জেলার সীমান্ত ঘেষা তিন নদীর মোহনার বসন্তপু‌রের, চন্দ্রভবন‌কে, ঐতিহাসিক স্থান ও পিকনিক স্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। 

বৃহসপতিবার (২৯ অক্টোবর) বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে,  "বসস্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের" ভিক্তি প্রস্তর এর শুভ উদ্বোধন ক‌রেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। 

এসময় উপ‌স্থিত ছি‌লেন, কালিগঞ্জ  উপ‌জেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মে‌হেদী, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরীম আলি মাস্টার, সাধারণ সম্পাদক তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনসহ স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ।

কালিগঞ্জ  উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোজা‌ম্মেল হক রা‌সেল জানান, দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের জন্য, চলতি বছ‌রের ফেব্রুয়ারি মা‌সে, রামজননী ভব‌নের সাম‌নে, পিক‌নি‌কের অা‌য়োজন ক‌রে সাংবা‌দিক, শিল্পী, ক‌বি সা‌হিত‌্যতিকসহ প্রশাস‌নের কর্মকর্তাবৃন্দ।সেখা‌নে ঐতিহাসিক পরিতাক্ত ভবনটিকে ঘিরে পিকনিক স্পট ঘোষণা করার দাবী ওঠে।সেই থেকে বসন্তপুরে পার্ক স্থাপ‌নের জন্য তিনি তার, ঐকান্তিক প্রচেষ্টা আর নিরলস পরিশ্রমের ফল স্বরূপ, সরেজমিনে সাধারণ মানুষদের কাছে তথ্য নি‌তে শুরু ক‌রেন। একপর্যায়ে চন্দ্রভবনের সকল তথ‌্য সংগ্রহ ক‌রে, জেলা প্রশাস‌কের কা‌ছে পার্ক তৈরীর জোরা‌লো দা‌বি তু‌লে ধ‌রেন।এরই ফলশ্রতিতে, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম, মোস্তফা কামাল,বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক নামটি অনু‌মোদন দি‌য়ে, উ‌দ্বোধ‌ন করলেন। 

সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলার বসন্তপ‌ুরে পার্ক তৈরী ও নামকরণ করায় কালিগঞ্জবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম, মোস্তফা কামাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল উভয়ের প্রতি, কৃতজ্ঞতা জানিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ