নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

 


আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলার দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার, তাছলিমা আক্তারের সাথে, মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে, অনুষ্ঠিত সভায়, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী  অফিসার তাছলিমা আক্তার। মতবিনিয়য় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ ঘোষ, ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, আব্দুল হামিদ, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমির। মতবিনিময় সভা পরিচালনা করেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এসময় উপজেলার বিভিন্ন পর্যয়ের মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ