সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃযশোরের ঝিকরগাছা উপজেলার কৃতিসন্তান, সাবেক ছাত্রনেতা ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি যশোর -২ আসনে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে প্রচার চালালেও নমিনেশন না পাওয়াতে নির্বাচন থেকে সরে দাড়ান। তিনি দীর্ঘদিন ধরে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার আওয়ামী পরিবারের সাথে যোগসূত্র স্থাপনে কাজ করে চলেছেন। আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতে চান।