ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় শনিবার সকাল ৯টার সময় বসত ঘর আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের ওমর খানের বসত ঘরে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ওমর খানের পরিবারের লোকজন বলেন।
পরিবারের লোকজন হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার দেয়। স্হানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘর সহ ঘরে থাকা ৪৫ মন পাট, ৮ মন পেঁয়াজ ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছায়এবং স্হানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্হানীয়রা প্রাথমিক ধারনা করে।