কয়রায় স্কুল পর্যায়ে যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন


মোহাঃ ফরহাদ হোসেনঃকয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা জলবায়ু পরিষদের উদ্যোগে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে  প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমের সভাপতিত্বে ও সিএসআরএল প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার নিরাপদ মুন্ডার পরিচালনায় এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা অধিদপ্তরের আবু সাঈদ, জলবায়ু পরিষদের সদস্য প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সাংবাদিক রিয়াছাদ আলী, প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, ইউপি সদস্য সুলতানা মিলি, শিক্ষক  রনজিত কুমার মন্ডল, বরুন কুমার বৈরাগী, আব্দুস সবুর, চম্পাবর্তি তরফদার, নিপা আক্তার প্রমুখ। আলোচনা শেষে প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমকে সার্বিক দায়িত্বে ও চম্পাবর্তি তরফদারকে আয়বায়ক করে ৭ সদস্য বিশিষ্ঠ যৌন হয়রানী প্রতিরোধ কমিটি গঠন করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ