সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিহীন ঘুরাঘুরির দায়ে জরিমানা



আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলা  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এঁর নির্দেশে, মঙ্গলবার (২৪নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক পরিধান নিশ্চিত করতে, সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মাস্কবিহীন ঘোরাঘুরি করা, ব্যাবসা কার্যক্রম পরিচালনা করা সহ মাস্কবিহীন থাকায় ১০ জনকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। 

যাদের কাছে  মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আসন্ন শীতে কোভিড-১৯ এর (Second wave -এ)  তীব্র সংক্রমণ হতে পারে। এই লক্ষ্যে সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সরকারি নির্দেশনা অনুযায়ী বাধ্যতামূলক ভাবে মাস্ক পরিধান করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ অনুরোধ করা হয়েছে।জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ