জিএম কাদের এমপি হাতে শতাধিক নারী উদ্যোক্তারা জাতীয় পার্টিতে যোগদান


সেলিম চৌধুরী, রিপোর্টারঃ-  নারী উদ্যোক্তা ও নারী সংগঠক রোকসানা মিনা, সৈয়দা সোহেল সুলতানা, রুমা কবির সোনিয়া, শারমিন সুলতানা, পারভীন হোসেন, আনোয়ার সিদ্দিকা, তাওফিকুন নেসা লাকী, নাজনীন সুলতানা, তাসলিমা রুমি, মোছাঃ হ্যাপি, বিউটি আক্তার, বিথি সহ শতাধিক নারী সংগঠক জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের-এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন। 

আজ বিকেল সাড়ে তিনটায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু যোগদানকারী নারী উদ্যোক্তাদের জাতীয় পার্টিতে স্বাগত জানান।  

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আকতার এমপি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন-  জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্রগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এ্যডঃ মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব ‌গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় মহিলা পার্টি সহ সভানেত্রী মাহমুদা রহমান মুন্নী, ডা. সেলিমা খান, রিতু নূর‌ , জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন ‌। উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান ‌,‌যুগ্ম দফতর মাহমুদ আলম, সমরেশ মন্ড তাসলিমা আকবর রুনা, মিনি খান, মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি, জোসনা আক্তার, সীমানা আমির, মনোয়ারা বেগম ইতি সোলায়মান সামি,প্রমুখ। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ