মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃমৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১২২৩) এর অন্তর্ভুক্ত কুলাউড়া উপজেলা বাস-মিনিবাস, কার ও মাইক্রোবাস উপজেলা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২৪শে নভেম্বর মঙ্গলবার কুলাউড়া শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ঘটিকা থেকে বিকাল ৪ঘটিকা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে.এম শফি আহমদ সলমান, প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা প্রজীব কর্মকর্তা মোঃ আফলাতুন চৌধুরী,
ভোট গ্রহণ চলাকালে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাচন পরিচারনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ফজলুল আহমদ।সভাপতি পদে আনারস প্রতিক নিয়ে মুহিবুর রহমান ময়ুব ৫০৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। ছাতা প্রতিক নিয়ে প্রতিদন্ধী প্রার্থী আব্দুস শহীদ মাখন পান ২৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে রাজু আলী রাজুম মই প্রতিক নিয়ে ৪ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পান ৩৯৫ ভোট। প্রতিদন্ধী প্রার্থী কয়ছর মিয়া মটরসাইকেল প্রতিক নিয়ে ৩৯১ ভোট পান। এছাড়া কার্যকরী সভাপতি পদে মোঃ ইসলাম উদ্দিন মাইক্রোবাস প্রতিক নিয়ে ৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদন্ধী আজাদ আহমদ বাস গাড়ি প্রতিক নিয়ে ১৬৪ ভোট পান। সহ-সভাপতি পদে সাইস্তা মিয়া শাওই মোমবাতি প্রতিক নিয়ে ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদন্ধী রিংকু ধর চশমা প্রতিক নিয়ে পান ২৪২ ভোট, আরেক প্রার্থী মাতাব মিয়া কাপ পিরিছ প্রতিক নিয়ে ৬১ ভোট পান। সহ-সম্পাদক পদে সুমেল আহমদ তমই আম প্রতিক নিয়ে ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। হরিণ প্রতিক নিয়ে প্রতিদন্ধী অভিজিৎ পাল পলু ১৮৮ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক পদে রইছ আলী ডাব প্রতিক নিয়ে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।প্রতিদন্ধী সুহেল আহমদ বাঘ প্রতিক নিয়ে ২৪০ ভোট পান। অর্থ সম্পাদক পদে ফুটবল প্রতিক নিয়ে ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদন্ধী এনামুল হক শিমুল তালাচাবি প্রতিক নিয়ে ৩১৩ ভোট পান। প্রচার সম্পাদক পদে ফয়ছল আহমদ গোলাপ ফুল প্রতিক নিয়ে ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদন্ধী পাবেল মিয়া জগ প্রতিক নিয়ে ২৬৪ ভোট পান।
লাইন সম্পাদক পদে টিয়া পাখি প্রতিক নিয়ে শফিক মিয়া ২৮১ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদন্ধী জুবেদ আহমদ চৌধুরী ঘুড়ি প্রতিক নিয়ে ২৬৮ ভোট পান। আরেক প্রার্থী রাহেল আহমদ বন্দুক প্রতিক নিয়ে ১০৩ ভোট পান।কার্যকরী সদস্য পদে ১ম – তানভীর আহমদ(৪০৩), ২য় – বাহা উদ্দিন(৩৪৬), ৩য় – সালাম মিয়া(৩৩৪) ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদন্ধী আরও দুই প্রার্থী সুমন মিয়া ৩১০ ভোট ও মকু মিয়া পান ২৯৭ ভোট।