সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ- আনোয়ারা উপজেলায় সাভারে বেদে পেশার আড়ালে ইয়াবা ব্যবসায়ের জন্য পাচারকালে এক নারীকে আটক করেছে চট্টগ্রাম জেলা
মাদকদ্রব্য অধিদপ্তরের (খ) অঞ্চলের কর্মকর্তা। গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম সন্ধ্যা প্রায় ০৫ঃ৩০ ঘটিকায় ৫,০০০(পাঁচ হাজার) পিস ইয়াবা সহ বেদে পেশার আড়ালে ইয়াবা ব্যবসা ও পাচার এর অভিযোগে ইয়াবাসহ এক নারীকে হাতেনাতে আটক করা হয়। ইতোপূর্বে সে আরও অনেকবার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাভারে বিক্রি করেছে বলে জানায়। সে হলেন মনোয়ার বেগম (৪০), স্বামী - মৃত রাজিউল প্রকাশ নুরুল, পিতাঃ মৃত উমর আলী, মাতা- মৃত ছায়াতন বিবি, সাং- ছোট অমরপুর(বেদে পাড়া), পোঃ সাভার-১৩৪০, সাভার পৌরসভা, থানা- সাভার, জেলা- ঢাকা। তাকে আনোয়ারা থানাধীন কালা বিবির দিঘি স্থান থেকে ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে আটক করে আনোয়ারা'য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেম ২০১৮ ইং এর ধারা ৩৬(১) এর সারনীর ১০(গ) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়ছে বলে জানান, মাদকদ্রব্য কর্মকর্তা সাইফুল ইসলাম। আটক নারী দীর্ঘদিন যাবত
বেদের পরিচয়ে ইয়াবাগুলো সাভারে তাদের বেদে পল্লীতে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। সাভারের বেদে পল্লীর অনেক আসামী ইয়াবা পাচার করতে গিয়ে ইদানিং ধরা পড়ছে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তার হাতে ধরা পড়েছে।