মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কাজিপুর ১ আসনে উপোনির্বাচনে ইভি এম এর মাধ্যমে ভোট গ্রহণ প্রশিক্ষণ চলছে সোমবার সকাল ১০ টা থেকে সিরাজগঞ্জ সদর রতন কান্দি সহ কাজিপুর ও সদর ৫ ইউনিয়নে ইভি এমর মাধ্যমে ভোট দেয়া প্রশিক্ষণ শুরু হচ্ছে।এ ভাবে সোম ও মঙ্গলবার পযন্ত চলবে বলে জানান প্রতিটি ভোট কেন্দ্রের পোলিং অফিস্যার, তারা বলেন সাধারণ ভোটার যেন ভোটের দিন এসে সঠিক ভাবে ভোট দিতে পারে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।