গর্বের বড়লেখা আকরাম হোসাইন




গর্ব করে বলি আমি

আমার জন্মের কথা.

সাতটি থানার মাঝে

বড়লেখা বাসীর একতা।


দেখো তোমরা চেয়ে

আছে বড়লেখাতে.

পাথারিয়া চায়ের বাগান

দেশ-বিদেশে চলে আজিমগঞ্জের আতরের ঘেরান।


ঝরঝর ঝর্নার পানি মাধবকুন্ড জলপ্রপাত

বড়লেখার উপমা তুমি.

জলটুপের কমলার বাগান

বর্ণি ইউনিয়নের শিক্ষার মান।


বড়লেখা সরকারি ডিগ্রী কলেজ 

ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ.

এম মুন্তাজিম আলী মহাবিদ্যালয়

সাহিত্য চর্চা বেশ।


কবি সাহিত্যিক

সাংবাদিক রাজনীতিবিদ.

লন্ডন আমেরিকা কুয়েত ইতালিতে

বাস করে আমাদের লোকে।


বয়সে আজ প্রবীণ আছি

মনতো কভু প্রবীণনা.

সাতটি থানাকে করব শ্রদ্ধা

বড়লেখাকে কভু ভুলবনা। 


নদনদী খালবিল ধানের জায়গা

আমার এই থানা.

গর্বে আমার পাঁজর দোলে

আমি এক মৃণাল।


যেখানে থাকি মনটা পড়ে থাকে

গর্বের বড়লেখা থানাতে.

প্রিয় বড়লেখা,শোন তুমি

 আমার জীবন গাঁথা তুমি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ