পটিয়ায় ২৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


সেলিম  চৌধুরী,  স্টাফ  রিপোর্টারঃ- পটিয়ায় চট্টগ্রাম  জেলা মাদকদ্রব্য  খ অঞ্চল কর্মকর্তা গত ২৩ নভেম্বর  গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ২,৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবা সহ আসামী- মোঃ নূর (২২) আটক করেছে। সে  মৃত হাবিবুর রহমান, মাতা- দীল বাহার, সাং- হ্নীলা সিকদার পাড়া, হোল্ডিং-৩৫৫, পোস্টঃ হ্নীলা-৪৭৬১, ওয়ার্ড নং-০৫, হ্নীলা ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলা-কক্সবাজার কে চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম অভিমুখী হানিফ বাসে থাকা আসামীর দেহ তল্লাশীপূর্বক ইয়াবা জব্দ করে। তার হাতে  সংরক্ষণ ও বহনের অপরাধে সন্ধ্যা আটক করে পটিয়া'য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার ইতোপূর্বে আসামী মোঃ নুর একাধিক বার ইয়াবা একইভাবে পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ