কাজী মোঃ সাজ্জাদ হাসানঃ গতকাল ২৩ ই নভেম্বর রোজ সোমবার রাত প্রায় নয়টার দিকে হঠাৎ করে একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ আবু আবিদ দূর্বার তারুণ্য ক্রীড়া একাডেমি-এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। বিনা নোটিশে এমন ঘোষণায় অনেকে অবাক হলেও তরুণদের মাঝে রয়েছে এরকম ঘোষণা ব্যাপক সাড়া ফেলেছে।
দূর্বার তারুণ্য ক্রীড়া একাডেমি-এর আহ্বায়ক নির্বাচিত করা হয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল-কে।এগে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয় দুর্বার তারুণ্য কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক চিরঞ্জিত বড়ুয়া, এসএম হাসান মারুপ ও মেজবাহ চৌধুরী (সজীব) -কে।
এসময় মুহাম্মদ আবু আবিদ বলেন, এই একাডেমি তে যাদের দায়িত্ব দেয়া হয়েছে, তাদের মধ্যে ২ জন দূর্বার তারুণ্য -এর লিখিত কোন কমিটি তে নেই। তারমানে এই একাডেমি সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ ই আমাদের সাথে যুক্ত হতে পারবে। এরকম আরও একাডেমি আসছে দূর্বার তারুণ্যের পক্ষ থেকে।